• Hotline: +88 01813 758599 , +88 01321 228468
  • Address: 4E/A (1st Floor), 1st Colony, Mazar Road, Mirpur, Dhaka-1216.Telephone: 02226623920.

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে সেলফি তোলা নিষিদ্ধ


সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ।

একই সঙ্গে মদিনার মসজিদে নববিতেও সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে।

এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন।

কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে।

চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এ জন্য এ মাসের প্রথম সপ্তাহে ফের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

হজ ও ওমরাহ করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন। এ জন্য অনেক হজ যাত্রীদের নানা রকমের সমস্যায় পড়তে হয়।

এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।

নিউজ সোর্স : Saudi Gazette